নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১২,ডিসেম্বর :: ভয়াবহ সড়ক দুর্ঘটনা প্রাণ গেল এক যুবকের। জানা গেছে বোলোরো গাড়ির সঙ্গে মোটর বাইকের সংঘৰ্ষ । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত হাটগাছা মোড় সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত রাধানগর পঞ্চায়েতের বাসিন্দা বলে জানা গেছে।
নাম বুদ্ধদেব মালিক বয়স ২৮ বছর। বিবাহ সূত্রে মন্তেশ্বরের পাতুন গ্রামে, নবান্ন উপলক্ষে ছেলে, বউ মেয়ে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন,সেখান থেকে ফেরার পথে ঘটে এই সড়ক দুর্ঘটনা। স্থানীয় জনগণ দেখতে পেয়ে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন ।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ওই মৃতদেহ মন্তেশ্বর থানায় নিয়ে আসা হয়েছে জানা গেছে ময়নাতদন্তের জন্য বর্ধমানে নেয়া হবে ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া গোটা এলাকায়।