বিজেপি কর্মীর খড়ের গাদায় আগুন , অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: বৃহস্পতিবার ১২,ডিসেম্বর :: বিজেপি করার অপরাধে এক বিজেপি কর্মীর খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকার।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার সাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সামন্ত পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় বিজেপি কর্মী গৌতম বেড়ার খড়ের গাদায় আগুন দেখতে পায় স্থানীয়রা।

সেই আগুন মুহূর্তের মধ্যে ভয়াল রূপ ধারণ করে। স্থানীয়রা তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করায় বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।

বিজেপি কর্মী গৌতম বেড়া বলেন, বৃহস্পতিবার সকালে হঠাৎ আমার বাড়ির পাশে খড়ের গাদায় আগুন লেগে যায়। স্থানীয়রা তড়িঘড়ি আগুন নেভানোর কাজ হাত লাগান। এই ঘটনায় আমার কয়েক বিঘা জমির ধান নষ্ট হয়ে গিয়েছে।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ গৌতম বেড়া বিজেপি কর্মী হওয়ার কারণে তৃণমূল পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে এই আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে। যদিও এই অভিযোগ প্রত্যাশিত ভাবে উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + ten =