হাওড়াতে নিয়ে আসা হল প্রতিবন্ধী তবলাবাদক খুনে গুজরাটে গ্রেফতার হওয়া অভিযুক্ত সিরিয়াল কিলার রাহুল ওরফে ভোলু কর্মবীর ইশ্বর জাঠকে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ১৩,ডিসেম্বর :: হাওড়াতে নিয়ে আসা হল প্রতিবন্ধী তবলাবাদক খুনে গুজরাটে গ্রেফতার হওয়া অভিযুক্ত সিরিয়াল কিলার রাহুল ওরফে ভোলু কর্মবীর ইশ্বর জাঠকে। বুধবার বিকেলে মুম্বই থেকে গীতাঞ্জলি এক্সপ্রেসে করে অভিযুক্তকে নিয়ে আসে রেল পুলিশের আধিকারিকরা।

ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে। হাওড়া গামী ডাউন কাটিহার এক্সপ্রেসে গত মাসের ২২ তারিখে প্রতিবন্ধী কামরা থেকে উদ্ধার করা হয়েছিল তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যাইয়ের দেহ। ওই ঘটনায় যুক্ত ছিল রাহুল। তাকে অবশ্য অন্য একটি যুবতী কে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রথমে গ্রেফতার করেছিল গুজরাটের ভলসাদ জেলা পুলিশ।তদন্তে তারা জানতে পারেন রাহুল একজন সিরিয়াল কিলার।

গত কয়েক মাসে তবলা বাদক ছাড়াও আরও পাঁচটি খুনের সঙ্গে সে জড়িত। ধৃত পুলিশকে জানিয়েছে, বিড়ি খাওয়াকে কেন্দ্র করে গোলমাল এর জেরেই সে ওই তবলা বাদক কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে এবং ১০ হাজার টাকা মোবাইল লুঠ করে।

কাটিহার থেকে মালদহ স্টেশনের মধ্যে খুন করে। পরে সে আজিমগঞ্জ স্টেশনে নেমে যায়। সেখান থেকে হাওড়া গিয়ে সে দক্ষিণ ভারতের ট্রেন ধরে পালিয়ে যায়। তবে ধৃত সত্যি কথা বলছে কিনা তা জানার জন্য তাকে আরো জেরা করা প্রয়োজন বলে রেল পুলিশ জানিয়েছে।

এই ঘটনার পর রেল পুলিশ এবং গুজরাট পুলিশ বিভিন্ন স্টেশনে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে খুনিকে শনাক্ত করে। হরিয়ানায় এই যুবক রাহুল জন্ম থেকে পোলিওর কারণে খুড়িয়ে হাটে। পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ওর হাঁটা ধরন দেখেই খুনি কে শনাক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − seven =