নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ১৩,ডিসেম্বর :: নিউটাউন থানায় প্রোমোটারের মাধ্যমে জমি দখলে এবং পুলিশি নিস্ক্রিয়তার মামলায় কলকাতা হাইকোর্টের রোষের মুখে পড়লেন নিউটাউন থানার আইসি।
আদালতে লাইভস্ট্রিমিং বন্ধ করে দিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্য সরকারের আইনজীবী্র কাছে জানতে চাইলেন কার আশির্বাদে এই নিউটাউন থানার আইসি প্রমোশন এবং পোস্টিং পেয়ে বিধাননগরের কমিশনারেট মধ্যে কাজ করছেন?
আগেও বাগুইআটির জোড়া খুন মামলায় এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ ছিল তাও কিভাবে কমিশনারেটে পোস্টিং পেলেন এই অধিকারিক,হয় রাজ্য সরকার এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ৭দিনের মধ্যে ব্যবস্থা নিক
নাহলে আদালত নিজের থেকেই ব্যবস্থা নেবে । নিউটাউন IT HUB সেখানে সেখানে এমন ঘটনা ঘটছ কী ভাবে? এই আইসি কে অবিলম্বে ওখান থেকে সরাতে হবে। ১০ই জানুয়ারি অবধি সময় দিলেন ।