নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলপি :: রবিবার ১৫,ডিসেম্বর :: দুই পাড়ার মধ্যে গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে বচসা । পরবর্তীকালে হাতাহাতিতে রূপান্তরিত হয় এই ঘটনা । দুই পাড়ার মধ্যে গন্ডগোলের জেরে মৃত্যু হল এক যুবকের আহত আরো এক।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল বছরের দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের রাম কিশোরপুর অঞ্চলের কালিতলা গ্রামে ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে এলাকার একটি শিব মন্দির কে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। শিব মন্দির কে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ শুরু হয় ।
এই সংঘর্ষের জেরে গুরুতর জখম হয় দুজন। আহত দুজনকেই উদ্ধার করে স্থানীয় কুলপি হাসপাতালে নিয়ে গেলে কুনাল আড্ডি ২১ বছরের এক যুবককে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
অন্যদিকে আহত হয় এই সংঘর্ষের জেরে অনুপ আড্ডি নামে এক ব্যক্তি। আহত ওই ব্যক্তিকে গুরুতর অবস্থায় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এই সংঘর্ষের জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে বলে জানা গিয়েছে।