গ্রামের রাস্তা বন্ধ করে পেট্রোল পাম্প তৈরি – মদত দিচ্ছে পুলিশ অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্ব মেদিনীপুর :: রবিবার ১৫,ডিসেম্বর :: গ্রামের রাস্তা বন্ধ করে পেট্রোল পাম্প তৈরি। মদত দিচ্ছে পুলিশ। অভিযোগ তেমনই। গ্রামের কয়েকশ বাসিন্দা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল। ঘটনা পূর্ব মেদিনীপুরের ইড়খা গ্রামের।

নিমতৌড়িতে অবস্থিত জেলাশাসকের দপ্তর থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে কয়েকমাস ধরে এমন অচলাবস্থা চলছে। ঘটনা কি? গ্রামবাসীদের অভিযোগ ইড়খা গ্রামে জাতীয় সড়কের ধারেই একটি পেট্রোল পাম্প তৈরি হচ্ছে। পাম্প কর্তৃপক্ষ গ্রামের একমাত্র রাস্তা অবরোধ করে পেট্রোল পাম্প তৈরি করছে। এমনকি জল নিকাশির খাল মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে খাল বন্ধ করে দেওয়ার ফলে কয়েক বিঘা জমিতে জল নিকাশি হচ্ছেনা। পাকা ধান জলে পড়ে রয়েছে। এমন ঘটনা দেখতে পেয়ে গ্রামের বাসিন্দারা প্রতিবাদ জানান। তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কর্নপাত করেনি। গ্রামবাসীরা নিজেদের রাস্তা বাঁশ দিয়ে ঘিরে দেয়। অভিযোগ পুলিশকে জানানো হলেও ঘটনায় নীরব থেকেছে। বরং পুলিশ ঘিরে দেওয়ার বাঁশ খুলে পাম্প কর্তৃপক্ষকে সহযোগিতা করে।

বিকালে কয়েকশ গ্রামবাসী ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ হঠাতে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। তবে গ্রামের মহিলারা রুখে দাঁড়ায় পুলিশের সামনে।

এঘটনায় এক গ্রামবাসী বলেন “গ্রামের থেকে জাতীয় সড়ক সংযোগের একমাত্র পথ অবরুদ্ধ করে জিও’র পেট্রোল পাম্প তৈরি চলছে। পুলিশে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা গ্রহণ হয়নি। বরং পুলিশ পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে সহযোগিতা করছে।” এঘটনায় পাম্প কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হলেও তারা কিছু বলতে চায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =