২০২৪ এর শেষ লোক আদালত হল পূর্ব মেদিনীপুর জেলায় ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: রবিবার ১৫,ডিসেম্বর :: ২০২৪ এর শেষ লোক আদালত হল পূর্ব মেদিনীপুর জেলায় ।মোট ব্যাংকের মামলা ১৩৩৬৭, বিএসএনএলের মামলা ৮০০ টি, সহ অন্যান্য মামলা মিলিয়ে সর্বমোট ২১ হাজার ১০টি মামলা হলদিয়া,তমলুক ও কাঁথি তিনটি আদালতে ওঠে।

শনিবার সকালে তমলুক আদালতে জেলা বিচারক প্রিয়ব্রত দত্ত, পূর্ব মেদিনীপুর জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষের সচিব শুভজিৎ রক্ষিত, তমলুক মহাকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য আধিকারিকেরা সমস্ত মামলার বেঞ্চ পরিদর্শন করেন। এদিন প্রায় ২১ হাজার মামলার মধ্যে বেশিরভাগ সংখ্যক মামলা নিষ্পত্তি করা হবে এমনটাই জানান পূর্ব মেদিনীপুর জেলার জেলা বিচারক প্রিয়ব্রত দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =