নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ১৫,ডিসেম্বর :: দুই স্কুল পড়ুয়া স্নান করার নাম করে ঘর থেকে বেরোলে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুকুর থেকে উদ্ধার হয় ২ শিশু ছাত্রীর মৃতদেহ। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরণীপুর গ্রামের ঘটনা।
শনিবার দুপুরবেলা মায়ের সঙ্গে ১০ বছরের শ্রেয়া দে ও তার বান্ধবী বছর ১২ র প্রিয়সী মালাকারকে নিয়ে হাবড়া থেকে স্বরূপ নগরের তরণীপুরে শ্রেয়ার দাদু জটিরাম মণ্ডলের বাড়ি বেড়াতে এসেছিল। দুপুর ২.৩০ নাগাদ স্নান করার নাম করে বাড়ি থেকে তারা বের হয়।
তারপর তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজার পর বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে পুকুরের ধারে জুতো পড়ে থাকতে দেখে সন্দেহ হয়।
পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে সন্ধ্যে ছটার সময় পুকুর থেকে দুই স্কুল পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করে ডাকবাংলো শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।এই ঘটনায় গ্রামের শোকের ছায়া নেমে এসেছে।