ইন্দাসে যাত্রী বোঝাই বাসের সাথে যাত্রী বোঝাই টোটোর মুখোমুখি সংঘর্ষ , আহত এক মহিলা সহ মোট চারজন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: রবিবার ১৫,ডিসেম্বর :: আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হলেন এক মহিলা সহ মোট চারজন । এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার খোশবাগ এলাকায় ।

স্থানীয় সূত্রে জানতে পারা যায় , একটি টোটো তিনজন যাত্রীকে নিয়ে রসুলপুর থেকে ইন্দাসের দিকে যাচ্ছিল অন্যদিকে ইন্দাসের দিক থেকে একটি যাত্রী বোঝাই বাস রসুলপুরের দিকে যাচ্ছিল সেই সময় খোশবাগ এলাকায় বাস ও টোটোট মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ।

এই ঘটনায় টোটো চালক সহ মোট চারজন আহত হন । এদের মধ্যে একজনের অবস্থা  গুরুতর । দুমড়ে মুচড়ে যায় টোটোটি । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় ।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ এবং আহতদের উদ্ধার করে ইন্দাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন । ঘাতক বাসটিকে আটক করেছে ইন্দাস থানার পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 1 =