নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: রবিবার ১৫,ডিসেম্বর :: বীরভূম জেলায় জয়দেব কেন্দুলী তে ২০২৫ এ যে মেলা অনুষ্ঠিত হতে চলেছে। তার প্রস্তুতি পর্ব আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনহা ।
বীরভূম জেলাশাসক বিধান রায়, বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, বীরভূম অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখার্জি সহ অন্যান্য আধিকারিক বৃন্দ এবং জয়দেব কেন্দুলী সাধু সন্তরা। এই মেলা কিভাবে শান্তি শৃঙ্খলা ও সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার জন্যই আজ এই জয়দেব মেলার আলোচনা সভা।