নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: সোমবার ১৬,ডিসেম্বর :: হঠাৎই বিকট আওয়াজ। এরপর কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। একের পর এক বিস্ফোরণের আওয়াজ। এলাকাবাসীরা তড়িঘড়ি ঘটনাস্থলে এসে দেখেন দাউ দাউ করে জ্বলছে একটি গোটা বাড়ি। এমনই চঞ্চল্যকর ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে বারদ্রোন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বারদ্রোনের লস্কর পাড়া এলাকায় বাজি বিস্ফোরণে এক নাবালকের মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরও দুজন। জখমদের উদ্ধার করে কলকাতায় হাসপাতালে পাঠানো হয়। মৃতের নাম রিজু পাইক (১৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামের বাসিন্দা দেবদাস হালদার ডায়মন্ডহারবার থানায় ভিলেজ পুলিশের কাজ করে ও এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের জন্য বরাত নিয়ে আতস বাজি তৈরি করত।
এদিন দেবদাস বাড়ির পিছনে একটি মুরগির পরিত্যক্ত খামারে আতশবাজি তৈরি করছিল। সেই সময় সঙ্গে ছিলেন নিজের শ্যালক সানু পুরকাইত । বাজি তৈরির সময় আচমকা বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয় তিনজন। ওই নাবালককে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইজ্ঞিন। পুলিশ জানিয়েছে, বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।