নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১৬,ডিসেম্বর :: প্রতিবছর শিলিগুড়ি পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড গুলিতে অনুষ্ঠিত হয় ওয়ার্ড উৎসব। ওয়ার্ড উৎসব উৎসবে থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা। প্রতিবছর শীতে জমজমাট ভাবে বিভিন্ন ওয়ার্ড গুলিতে অনুষ্ঠিত হয় ওয়ার্ড উৎসব। এদিন ওয়ার্ড উৎসবের সূচনা হয়ে গেল শিলিগুড়ি পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডে।
শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব ভোরের আলোর সূচনা হলো, এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মেয়র গৌতম দেব , এছাড়া আরো উপস্থিত হয়েছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ওয়ার্ড উৎসবের উদ্বোধন উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয় সংশ্লিষ্ট ওয়ার্ডে। আগামী কয়েক দিন অনুষ্ঠিত হবে ওয়ার্ড উৎসব থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা।