গীতাঞ্জলি শিক্ষা নিকেতনে লিটিল চ্যাম্প অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: সোমবার ১৬,ডিসেম্বর :: স্কুলপড়ুয়াদের নিয়ে সময়োচিত ক‍্যুইজ প্রতিযোগিতা আয়োজিত হ’লো লিটল্ চ‍্যাম্প-এর মাধ‍্যমে। তাই দুবরাজপুর থানা এলাকার তরুলিয়া মোড়ে অবস্থিত গীতাঞ্জলি শিক্ষা নিকেতনের উদ্যোগে এবং জনপ্রিয় ক্যুইজ মাস্টার তথা নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ের সহ-শিক্ষক সৌমেন মুখার্জির তত্বাবধানে শিশুদের জন‍্য লিটিল্ চ‍্যাম্প অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঐ এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে লিটিল্‌ চ্যাম্প অনুষ্ঠানের আয়োজন করা হয় গীতাঞ্জলি শিক্ষা নিকেতন প্রাঙ্গনে। এদিন অডিশন পর্বে ৩০ টি গ্রুপে ৬০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বাছাই পর্বে ৬ টি গ্রুপে ১২ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রতিটি গ্রুপের একটি করে নাম দেওয়া হয়। যথাক্রমে প্রীতিলতা, ক্ষুদিরাম, ভগত সিং, মাস্টারদা সূর্যসেন, বাঘা যতীন এবং মঙ্গল পাণ্ডে।

এদিনের লিটিল্‌ চ্যাম্প চারটি রাউণ্ডে করা হয়। যেমন খেলার ছলে রাউন্ড, এম.সি.কিউ রাউন্ড, ম্যাজিক ম্যাথ রাউন্ড এবং বাজার রাউন্ড। প্রতিটি রাউণ্ডেই ছিল আকর্ষনীয় পুরস্কার। ৬ টি গ্রুপেরই প্রত্যেক ছাত্রছাত্রী ভালো পারফরমেন্স করেছে। তবে ফাইনাল রাউণ্ডে লিটিল চ্যাম্প অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হয় মঙ্গল পাণ্ডে গ্রুপ।

গীতাঞ্জলি শিক্ষা নিকেতনের পক্ষ থেকে তাঁদের আকর্ষনীয় পুরস্কার দেওয়া হয়। তাছাড়াও প্রত্যেক প্রতিযোগীকে একটি করে মেডেল সহ সান্তনা পুরস্কার দেওয়া হয়। উল্লেখ্য, গীতাঞ্জলি শিক্ষা নিকেতনের প্রিন্সিপাল কৌশিক মণ্ডল-এর ঐকান্তিক প্রচেষ্টায় লিটিল চ্যাম্প অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + eight =