সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১৬,ডিসেম্বর :: ডিজিটাল যুগে আজও প্রাসঙ্গিক নারায়ণ দেবনাথের বাটুল দি গ্রেট ,বাহাদুর বিড়াল । উত্তরের গর্ব উত্তরবঙ্গ বইমেলা অন্তিম লগ্নে আগামীকাল এই বইমেলা শেষ দিন। প্রথম দিন থেকে প্রচুর বইপ্রেমী মানুষ ভিড় করেছেন উত্তরবঙ্গ বইমেলায়।
উল্লেখ্য ডিজিটাল যুগে আজও প্রাসঙ্গিক নারায়ন দেবনাথ এর বাহাদুর বিড়াল, বাটুল দি গ্রেট সহ অন্যান্য বাংলা কমিকস এর বইগুলি। প্রথম দিন থেকেই বাহাদুর বিড়াল, বাটুল দি গ্রেট এর চাহিদা রয়েছে। প্রতিবছরের মতো এ বছরও দেব সাহিত্য কুটির ছোটদের বই নিয়ে বইমেলায় হাজির হয়েছে।
প্রসঙ্গত এই বিষয়ে উক্ত স্টলের প্রতিনিধি জানিয়েছেন প্রতি বছরের মতো এই বছরেও নারায়ন দেবনাথ এর বই গুলির যথেষ্ট চাহিদা রয়েছে। বাহাদুর বিড়াল প্রথম ৩ দিনেই বিক্রি হয়ে গেছে, এছাড়া বাটুল দি গ্রেট এর চাহিদাও যথেষ্ট বেশি। এছাড়া অন্যান্য বই গুলো চাহিদা যথেষ্ট রয়েছে। ডিজিটাল যুগে বাটুল দি গ্রেট খুঁজতে দেব সাহিত্য কুটিরে হাজির হয়েছে কচিকাঁচারা।