নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ১৬,ডিসেম্বর :: দাও দাও করে জ্বলে গেল দুটি দোকান। দোকান দুটিতে চা ও রুটি বিক্রি হত বলে জানা গেছে। রবিবার গভীর রাতে দোকান দুটিতেই কোনোভাবে লেগে যায় আগুন। দমকল বাহিনী খবর পাওয়ার পর যখন আসে তখন দুটি দোকানেই কার্যত পুড়ে গিয়েছে।
ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার বিদ্যুতের তার থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরার সরঞ্জাম ও বিদ্যুতের বাক্স। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো কিছু জানা যায়নি। আসানসোল উত্তর থানার অন্তর্গত ধাদকা স্কুলের সামনে ফুটপাতে হয়েছে ঘটনাটি।