২০১৮ সালে ২৫ লক্ষ টাকা দিয়ে প্রধান হয়েছি। এবার বেশী টাকা দিতে পারেনি বলে টিকিট পাইনি – তৃনমূল নেতা – ভাঙ্গর

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: সোমবার ১৬,ডিসেম্বর :: ২০১৮ সালে ২৫ লক্ষ টাকা দিয়ে প্রধান হয়েছি। এবার বেশী টাকা দিতে পারেনি বলে টিকিট পাইনি। ভাঙড়ের কোচপুকুর এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীসভা থেকে এননই মন্তব্য করলেন ভাঙড় ২ নম্বর ব্লকের ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোদাসসের হোসেন।

ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য আরাবুল ইসলাম ও তাঁর পুত্র হাকিমূল ইসলামের বিরুদ্ধেই মূলত অভিযোগ তার । বরাবরই বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে থাকে ভাঙড়ের এই নেতা। এই নিয়ে আগেও কম চর্চা হয়নি তাকে নিয়ে।

২০২৩ শের পঞ্চায়েত ভোটে টিকিট না পেয়ে কোনঠাসা হয়েছিলেন এই মোদাসসের। বর্তমানে শওকত মোল্লার হাত ধরে আবারও পুরোনো ফর্মে রাজনৈতিক ময়দানে মোদাসসের। এবার প্রকাশ্য মঞ্চ থেকে আরাবুলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিতর্কিত এই নেতা।

২০১৮ সালে ২৫ লক্ষ টাকা দিয়ে প্রধান হয়েছিলেন বলে তিনি এদিন জানান। পাশাপাশি গত পঞ্চায়েত নির্বাচনে বেশি টাকা দিতে পারেননি বলে টিকিট দেওয়া হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন।
শওকত মোল্লাকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান , মোদাসসের ও আরাবুলই বলতে পারবে কি হয়েছিল । আমার কিছু বলার নেই।

ফোনে হাকিমূল ইসলাম বিষয়টি নিয়ে জানান তার বাবা কোন প্রতিক্রিয়া দেবেননা এ বিষয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =