নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: সোমবার ১৬,ডিসেম্বর :: খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানা এলাকার ভেলেনি গ্রামে একজনের বাড়ির চৌবাচ্চা থেকে সাড়ে ৮ ফুটের অজগর উদ্ধার করল সর্পপ্রেমী অমিত শর্মা। পূর্ণবয়স্ক অজগরটির ওজন সাড়ে ১০ কেজির ওপরে।
সর্পপ্রেমী অমিত শর্মা জানান, গতকাল ভেলেনি গ্রাম থেকে আমাকে একজন ফোন করেন যে চৌবাচ্চার মধ্যে একটি পূর্ণবয়স্ক অজগর রয়েছে। বন দপ্তরের সহযোগিতায় আমি সেখানে পৌঁছায় এবং অজগরটিকে উদ্ধার করি। তবে আজ বন দপ্তরের সহযোগিতায় অজগরটিকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হবে।