নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ১৭,ডিসেম্বর :: ঘরের ভেতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার এক যুবকের,পূর্ব বর্ধমান জেলার জামালপুরের আবুঝহাটীর আস্তাই এলাকায়। ঝুলন্ত দেহ উদ্ধার করে আবুঝহাটিএলাকা থেকে জামালপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
পরিবার সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম কার্তিক হাঁসদা আনুমানিক ২৯ বছর বয়স।আবুঝহাটি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পরিবার।দেহ উদ্ধার করে জামালপুর থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায় ঘরের মধ্যে কেউ না থাকা অবস্থায় গলায় দড়ির ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে।
পরিবারের লোকজন তার কিছুক্ষণ পরে দেখতে পায়। ঘটনাস্থল থেকে ও উদ্ধার করে জামালপুর থানার পুলিশ নিয়ে আসে হাসপাতালে তারপর দেহ উদ্ধার করে থানায় যাবার পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে নিয়ে যায়, ময়নাতদন্তের জন্য বলে জানা গেছে