নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোনারোড :: মঙ্গলবার ১৭,ডিসেম্বর :: ভারতীয় রেল নেটওয়ার্কের বিভিন্ন স্টেশনের উন্নয়ন এবং আধুনিকীকরণের লক্ষ্যে সম্প্রতি অমৃত ভারত স্টেশন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় রেলের ১২৭৫ টি স্টেশনের উন্নয়ন ও আধুনিকীকরণ ঘটানো হবে। এই প্রকল্পের জন্য বাদ যায়নি আদ্রা ডিভিশনের চন্দ্রকোনা রোড স্টেশনও।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড স্টেশনে বসছে লিফট থেকে শুরু করে নানান অত্যাধুনিক সুবিধা যুক্ত যন্ত্র। বসেছে ডিসপ্লে বোর্ড। তৈরি হয়েছে চওড়া ফুটওভার ব্রিজ থেকে শুরু করে লাগানো হয়েছে রেলওয়ে ওভারসাইড সিস্টেম। তৈরি হবে তিন নম্বর ও ৪ নম্বর প্লাটফর্ম চলছে তার তোড়জোড় তৈরি হচ্ছে নতুন টিকিট কাউন্টার। লাগানো হচ্ছে অত্যাধুনিক সিগন্যালিং সিস্টেম।