বেসরকারি ইস্পাত কারখানার গেটের সামনে বিক্ষোভ সিটুর,

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ১৭,ডিসেম্বর :: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ২৮ নম্বর ওয়ার্ডের নামো সগরভাঙা জয় বালাজি গ্রুপের ৪ নম্বর ইউনিটে রাজনৈতিক দলগুলিই শ্রমিক স্বার্থে কিছু না কিছু আন্দোলন করেই থাকে।

আজ সিটুর শ্রমিক সংগঠন শ্রমিকদের পিএফ, ইএসআই,অবসরপ্রাপ্ত শ্রমিকদের সময়ে গ্রাচিউটি প্রদান সহ বহিরাগত শ্রমিকদের নিয়োগের পরিবর্তে স্থানীয় যোগ্যদের নিয়োগের দাবি জানানো হয় সিটুর পক্ষ থেকে। কর্মরত শ্রমিকদের সুরক্ষার দাবিও করা হয়। কারখানার গেটের সামনে প্রায় ঘন্টা তিনেক বিক্ষোভ দেখান সিটুর কর্মীরা।

জেলা সিটুর যুগ্ম সম্পাদক সিদ্ধার্থ বোস জানান, ” চূড়ান্ত গাফিলতি চলছে এই কারখানায়। শ্রমিকরা তাঁদের নায্য পাওনা থেকে বঞ্চিত। বহিরাগত শ্রমিক নিয়োগ চলছে ম্যানেজমেন্ট ও তৃণমূলের আঁতাতে। শ্রমিক সুরক্ষাও উপেক্ষিত।” কর্তৃপক্ষ মঙ্গলবার সিটুর দাবিসমূহ নিয়ে সিটু নেতৃত্বের সঙ্গে আলোচনা করবে বলে সিটুর দাবি।

অন্যদিকে তৃণমূলের জেলা সহ-সভাপতি উত্তম মুখার্জির বক্তব্য, সিপিআইএম তাদের অস্তিত্ব জানান দিতেই এসব করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =