নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাসনাবাদ :: মঙ্গলবার ১৭,ডিসেম্বর :: হাসনাবাদ পঞ্চায়েতের ২৫ নম্বর বুথের ঘটনা |আবাসের তালিকায় ধনী ব্যক্তিদের নাম । অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে সরজমিনে খতিয়ে দেখতে যায় সরকারি আধিকারিকরা । সরকারি আধিকারিকদের সেখানকার তৃণমূলের যুব সভাপতি আবু সাদেক গাজীর অনুগামীরা তালিকায় কাদের কাদের নাম আছে সেগুলো দেখিয়ে দেয় ,
তারপরেই স্থানীয় তৃণমূলের মেম্বার মালেক গাজী ও তৃণমূলের যুব সভাপতির মধ্যে শুরু হয় গন্ডগোল , দুপক্ষের মধ্যে মারধরে আহত হয় বেশ কয়েকজন । মারধর করা হয় যুব সভাপতি স্ত্রীকেও । ঘটনাস্থলে যুব সভাপতি উপস্থিত ছিল না খবর পেয়ে এসে ছুটে আসে । ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ ।