নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১৭,ডিসেম্বর :: মালদা জেলার গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ ও পুনর্বাসন , ক্ষতিপূরনের দাবিতে ১৭ই ডিসেম্বর মালদার রতুয়া ব্লকের বিলাইবাড়ি অঞ্চলের খাঁকচাবোনা গ্রাম থেকে গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির উদ্যোগে শুরু হলো এক ঐতিহাসিক জাঠা।
এই জাঠায় ৫০ জন স্থানীয় জাঠা যাত্রীর সঙ্গে প্রায় ২৫০ জন স্থানীয় গ্রামবাসীরা পা মেলান। জাঠা থেকে তারা আওয়াজ তোলেন, অবিলম্বে গঙ্গা ভাঙন রোধের বৈজ্ঞানিক পদ্ধতিতে স্থানীয় সমাধান করতে হবে, ভাঙ্গনগ্রস্থদের পুনর্বাসন দিতে হবে । ভাঙ্গনগ্রস্থ এলাকার এবড়ো খেবড়ো এবং বড় বড় গর্ত যুক্ত কাঁচারাস্তাগুলি অবিলম্বে ভরাট তথা মেরামত করে পাকা করতে হবে ।
ঝাড়খণ্ডের দখলে থাকা চরের জমি জরিপ করে বাংলায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করতে হবে, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ১২ নম্বর ধারা প্রয়োগ করতে হবে। এদিন এই জাঠা শুভ উদ্বোধন লগ্নে উপস্থিত ছিলেন
জন আন্দোলনের কর্ণধর বিপ্লব ভট্টাচার্য, গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির সম্পাদক খিদির বক্স, গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির আহ্বায়ক মোশারেকুল আনোয়ার, জন আন্দোলনের নেতা আতাউর রহমান