নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: বুধবার ১৮,ডিসেম্বর :: আলিপুরদুয়ার শহরে শুটআউটের ঘটনা ঘটে। এক যুবক আলিপুরদুয়ার সমাজ পাড়ায় এসে কৌশিলা মাহাতো নামক এক মহিলার মাথায় গুলি চালায়।
এই ঘটনার পর স্থানীয়রা চিৎকার করে ঐ যুবক এলাকা থেকে পলায়ন করে কিছু বাসিন্দা যুবকের পিছু ধাওয়া করে। পরবর্তীতে ঐ যুবক আলিপুরদুয়ার ইটখোলায় গিয়ে গুলি চালায় এক যুবক গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ মহিলাকে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে আসে তার মৃত্যু হয় । গুলিবিদ্ধ যুবক গুরুতর আহত অবস্হায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন তার পায়ে গুলি লেগেছে।
অপরদিকে অভিযুক্ত যুবককে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে আসে। সম্ভবত পালানোর সময় স্থানীয়রা তাকে পাকড়াও করে গণধোলাই দেয়।শেষ পাওয়া খবর পর্যন্ত অভিযুক্ত মৃত বলে জানা গেছে ।