বিধায়কের বৃদ্ধা মায়ের হার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: বুধবার ১৮,ডিসেম্বর :: বনগাঁ শহরের জনবহুল এলাকা থেকে বিধায়কের বৃদ্ধা মায়ের হার নিয়ে চম্পট, নজরদারি নিয়ে প্রশ্ন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বনগায়। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার বাটা মোড় এলাকায় যশোর রোডে।

এরপর বৃদ্ধা অহল্যা কীর্তনীয়া বনগাঁ থানার দ্বারস্থ হন। অহল্যা কীর্তনীয়া বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনীয়ার মা। বছর পচাত্তরের বৃদ্ধা তাঁর প্রিয় সোনার হার খুঁইয়ে কান্নায় ভেঙে পড়েন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি বাটা মোড় এলাকায় ওষুধ কিনতে এসেছিলেন।

ওই সময় দুই যুবক লাল রঙের মোটর বাইকে করে এসে বৃদ্ধার সঙ্গে কথার ছলে তার গলা থেকে হারটি খুলে একটি বোতলের মধ্যে পুরে দেয়। সঙ্গে সঙ্গে অহল্যা দেবী চেঁচামেচি করতেই ওই দুষ্কৃতীরা পালিয়ে যায়।

অভিযোগ, জনবহুল বাটা মোড় পুলিশ মোতায়ন থাকে। সেই এলাকা থেকে বৃদ্ধার গলার হার খুলে নিয়ে চলে গেলো দুষ্কৃতীরা। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন উঠেছে পুলিশের নজরদারি নিয়েও। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − six =