নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১৮,ডিসেম্বর :: ডায়াবেটিস সচেতনতা দিবস জাতীয় পুরস্কার পেয়েছেন ডাক্তার শীর্ষেন্দু পাল। আন্তর্জাতিক ডাইবেটিস সচেতনতা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পুরস্কার পান ডাক্তার শীর্ষেন্দু পাল।তাঁর হাতে পুরস্কার তুলে দেয় আন্তর্জাতিক ডায়বেটিস ফেডারেশন।
প্রসঙ্গত ডাক্তার শীর্ষেন্দু পাল বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন। অনেক দিন ধরেই তিনি বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। অসহায় মানুষদের পাশে সব সময় দাঁড়ান তিনি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন তিনি ডায়াবেটিসের সঙ্গে লড়াই চালিয়ে যাবার চেষ্টা সব সময় বজায় রাখবেন।