নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১৮,ডিসেম্বর :: ডিসেম্বর মাসের শুরু থেকেই শীতের দাপট শুরু উত্তরে। সমতল থেকে পাহাড় শীতের প্রকোপ নিতান্ত বেশি। সকালের দিকে ঘন কুয়াশা বেলা বাড়লেও কিন্তু সেই ভাবে রোদের দেখা মিলছে না। পাশাপাশি চলছে হিমেল হাওয়া,
শীত পড়তেই বিধান মার্কেট , সেঠ শ্রীলাল মার্কেটে দেখা গেল অনেকেই গরম পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ২৫ এর কাছাকাছি ঘোরাফেরা করছে পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় শিলিগুড়িতে নেমে গেছে অনেকটাই। কখনো ১১ ডিগ্রী কখনো বা ১২ কখনো বা তের।
পাশাপাশি শৈল শহর দার্জিলিং ও ব্যাপক ঠান্ডার দাপট প্রতিবেশী রাজ্যে ঠান্ডায় কাঁপছে। সম্প্রতি উত্তর সিকিমে তুষারপাতের ঘটনা ঘটেছে। শিলিগুড়িতে ডিসেম্বর মাসের শুরু থেকেই শীতের দাপট চলছে। প্রচন্ড ঠান্ডা সেই কারণে দেখা গেল শিলিগুড়ির বিধান মার্কেট সহ বিভিন্ন মার্কেট গুলিতে অনেকেই গিয়ে গরম পোশাক কিনছেন।