বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দিনহাটার ঝিকড়ি গ্রামে মর্টার সেল উদ্ধার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: বুধবার ১৮,ডিসেম্বর :: ভারত- বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দিনহাটার ঝিকড়ি গ্রামে মর্টার সেল উদ্ধার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো । স্থানীয় সূত্রে জানা যায় গতকাল সীমান্ত ঝিকরি এলাকায় বিএসএফ ক্যাম্পের পাশেই স্থানীয় কৃষক কৃষি জমিতে ধানের বীজতলা তৈরির জন্য মাটি খুড়ছিল সেসময় তিনি মর্টারটি দেখতে পান ।

এরপরে তিনি স্থানীয় বিএসএফ ক্যাম্পে খবর দেন। বিএসএফের পক্ষ থেকে মর্টার সেলটি তৎক্ষণাৎ উদ্ধার করে আলাদা জায়গায় রাখা হয় ও গোটা চত্বরকে বিএসএফ কে ঘিরে ফেলে । পুলিশের ধারনা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনা সেটি ব্যবহার করেছিল ।

এরপরে বিএসএফের পক্ষ থেকে খবর দেওয়া হয় বিন্নাগুরি আর্মি ক্যাম্পে । বিন্নাগুরি আর্মি ক্যাম্প থেকে আজ বোম্ব স্কোয়াডের বিশেষ টিম ঘটনাস্থলে এসে মর্টার সেলটিকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে । তবে এই ঘটনার পর এলাকার মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 11 =