কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১৮,ডিসেম্বর :: হরিশ্চন্দ্রপুরে আবার জমি মাফিয়াদের দৌরাত্ম্য। বৃহস্পতিবার জমি দখলকে ঘিরে তুমুল গন্ডগোল হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুরে। জমিতে দেওয়া জমি মাফিয়াদের প্রাচীর গুড়িয়ে দিল চাষিরা। ঘটনাস্থলে পুলিস ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জমি দখলের অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুরের বেশ কয়েকজন শাসকদলের নেতার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা চার ভাই ভরত চন্দ্র স্বর্নকার,সুধীর চন্দ্র স্বর্নকার,হরেণ চন্দ্র স্বর্নকার ও সুবল স্বর্নকার ২ বিঘা জমি এবং দুই ভাই সন্তোষ দাস ও বিরেন দাস পনে দুই বিঘা জমি ১৯৭৮ সালে অবিনাশ সরকারের কাছ থেকে জমি কিনেছে। দীর্ঘ ৪৬ বছর বছর ধরে জমি চাষ করে আসছেন তারা বলে দাবি করছেন ।
রাজ্য সড়কের ধারে জমি হওয়ার কারণে অবিনাসের ছেলে ভুবেন চন্দ্র সরকারের ওয়ারিশ স্ত্রী পুতুল সরকার ও মেয়ে কনক সরকার সেই জমি হরিশ্চন্দ্রপুরের কিছু জমি মাফিয়াদের কাছে বিক্রি করেছে বলে দাবি। তিন মাস আগে ওই জমি মাফিয়ারা গায়ের জোরে দলবল নিয়ে এসে জমিতে প্রাচীর দিয়ে ঘিরে দেয় বলে অভিযোগ। এই নিয়ে চাঁচল মহকুমা আদালতে মামলা দায়ের করেন চাষিরা।
বৃহস্পতিবার কিছু জমি মাফিয়া দলবল নিয়ে এসে জমি ট্রাক্টর দিয়ে চাষ করার চেষ্টা করছিল। এতে বাধা দিতে গিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল গন্ডগোল শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।