আটচল্লিশ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও ৪৮ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন, ধর্মীয় শোভাযাত্রা শিলিগুড়িতে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::  শিলিগুড়ি   :: বৃহস্পতিবার ১৯,ডিসেম্বর ::   শ্রবণ নগর অধিবাসীবৃন্দের ব্যবস্থাপনায়, ও গৌর ভক্তের সহযোগিতায় ৪৮ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও ৪৮ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলা কীর্তন, শ্রবননগর রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে।
আজ এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সংশ্লিষ্ট শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অনেকেই। আজ থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে, বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হলো। প্রসঙ্গত এই অনুষ্ঠান চলবে আগামী দোসরা জানুয়ারি পর্যন্ত।
আজ ধর্মীয় শোভা যাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হলো। আগামীকাল রয়েছে অধিবাস, এরপর শুক্রবার থেকে ডিসেম্বর মাসের ২৫ তারিখ পর্যন্ত চলবে ছয় দিন ব্যাপী নাম সংকীর্তন। পাশাপাশি ২৬ শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত চলবে  শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলা কীর্তন। বছরের প্রথম দিন নগর   সংকীর্তন অনুষ্ঠিত হবে, পাশাপাশি মহাপ্রভুর মহাভোগ  ও মহা প্রসাদ বিতরণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 5 =