নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১৯,ডিসেম্বর :: তৈরি হচ্ছে ইংরেজবাজার পৌরসভার নতুন ভেহিকেলস ওয়ার্কসপ। মালদা শহরের ফুডপার্ক সংলগ্ন এলাকা পরিদর্শন করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, কাউন্সিলর শুভময় বসু, উদয় চৌধুরী সহ পুর আধিকারিকরা। এদিন ফুডপার্ক সংলগ্ন এলাকায় নবনির্মিত ভবন এবং জঞ্জাল ফেলার গাড়ি রাখার জায়গা পরিদর্শন করেন পুরপ্রধান সহ অন্যান্য আধিকারিকরা।
ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, শহরে বাড়ছে জঞ্জাল। এর ফলে বাড়ছে জঞ্জাল ফেলার গাড়ির সংখ্যা। সেই গাড়িগুলি রাখার জন্য এবং মেরামতির জন্য মালদা শহরের ফুডপার্ক সংলগ্ন এলাকায় একটি ওয়ার্কশপ তৈরি করা হবে। পৌরসভার অন্যান্য কাজও হবে সেখান থেকে। তিন কোটি টাকা বরাদ্দে তৈরি হবে ওয়ার্কশপ।