নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ১৯,ডিসেম্বর :: হেলমেট বিহীন বাইক চলকদের শাস্তি হিসাবে দিল গোলাপ ফুল। বড়দিনের আগে সান্তাকে এই ভূমিকায় দেখে দেখে চমকে গেলেন অনেকে। আবার সান্তাকে দেখে মেরি ক্রিসমাস বলে পড়ুয়ারাও উৎসাহিত হয়ে পড়ে। আদতে এই সান্তা ট্রাফিক পুলিশের সাথে ট্রাফিক সামলাচ্ছিলেন।
দুর্গাপুরের ১৯ নং জাতীয় সড়কের ওল্ড কোর্ট মোড়ে বড়দিনের প্রাক্কালে পথ চলতি মানুষকে এবং গাড়ির চালকদের সচেতন করতেই দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ এই উদ্যোগ নিয়েছিল। গাড়ির চালকদের হেলমেট এবং সিট বেল্ট লাগানোর বার্তা দেওয়া হয়। সাধারণ মানুষের সুবিধার্থে ওল্ড কোর্ট মোড়ে ট্রাফিক সিগন্যাল বসানো হয়।