কাঁকসার গোপালপুরে সর্বভারতীয় বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থার কার্যালয়ের সামনে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বে অস্থায়ী নিরাপত্তা রক্ষীদের বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ১৯,ডিসেম্বর :: সময়ে দেওয়া হচ্ছে না বেতন সহ একাধিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। কোন গুরুত্ব দিচ্ছে না কর্তৃপক্ষ।

এই অভিযোগ সামনে রেখে কাঁকসার গোপালপুরে সর্বভারতীয় বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থার কার্যালয়ের সামনে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বে অস্থায়ী নিরাপত্তা রক্ষীদের বিক্ষোভ।

কর্তৃপক্ষের সাথে বচসা। যাকে ঘিরে শুরু হলো উত্তেজনাও। দ্রুত সমস্যার সমাধান করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। রাজেশ রজক নামের এক নিরাপত্তা রক্ষীর অভিযোগ,”বেতন তো বাড়ানোই হয় না। সময়েরও বেতন দেওয়া হয় না।অতিরিক্ত কাজ করার টাকা প্রত্যেক বছর ডিসেম্বর মাসে দেওয়া হয়। এইবছর এখনো দেওয়া হয়নি।

বলা হচ্ছে জানুয়ারি মাসে দেওয়া হবে। এছাড়াও নানান সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই বাধ্য হয়ে আমরা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা এভাবেই গেট বন্ধ করে আন্দোলন চালিয়ে যাব।

“দ্রুত এই সমস্যার সমাধান করার আশ্বাস দিয়ে কার্যালয়ের দায়িত্ব থাকা সিদ্ধার্থ পান্ডে বলেন,”আমরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত যাতে নিরাপত্তা রক্ষীদের সমস্যার সমাধান হয় সেই ব্যবস্থা করব।”

তৃণমূল শ্রমিক সংগঠনের ওয়ার্কার ইউনিয়নের সভাপতি উৎপল দত্ত বলেন,”গ্যাস উত্তোলক সংস্থা কর্তৃপক্ষ আমাদের শ্রমিকদের বঞ্চিত করছে। আমরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তৃণমূলের জেলা সভাপতি শ্রমিক সংগঠনের জেলা সভাপতিকে বিষয়টি জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =