নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শুক্রবার ২০,ডিসেম্বর :: ঝিনুক কুড়াতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল তিন শিশুর। ঘটনায় শোকের ছায়া এলাকায়।কান্নায় ভেংগে পরেছেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা মহকুমার জোরপাটকি হাসানের ঘাট ধরলা নদীতে।
জানা গেছে আকাশ অধিকারী ও সুস্মিতা অধিকারী মামার বাড়িতে ঘুরতে এসেছিলেন । মামাতো ভাই সহ্ তিনজন জোরপাটকি হাসানের ঘাট এলাকায় ধরলা নদীতে ঝিনুক কুড়াতে গিয়ে জলে ডুবে যায়।স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে। তাদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে জানায়।