নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ২০,ডিসেম্বর :: আসানসোল পৌরনিগম এলাকায় অবৈধ ভাবে বেশকিছু পুকুর ভরাট করা হয়েছে।এই অভিযোগ পাওয়ার পরেই সরজমিনে খতিয়ে আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে বেশকিছু এলাকার পরিদর্শন করলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।
আসানসোলের ফরচুন পার্ক এবং পলাশডিহি এলাকা পরিদর্শন করেন আসানসোল পৌরনিগমের ইঞ্জিনিয়ার, ভুমি ও ভুমি রাজস্ব দপ্তর এবং আসানসোল উত্তর থানার পুলিশ।
এদিনের পরিদর্শনের পর আসানসোল পৌরনিগমের সহকারী ইঞ্জিনিয়ার প্রসেনজিৎ মন্ডল বলেন অবৈধ ভাবে পুকুরের অভিযোগে পরিদর্শন করা হয়েছে।পাঁচটি প্লট চিহ্নিত করা হয়েছে।এই বিষয়টি উচ্চ আধিকারিককে জানানো হবে।
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধভাবে জমি দখলদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিলেন।তারপর বেআইনী জমি ও পুকুর ভরাটের অভিযোগে তৎপর পুলিশ প্রশাসন।