নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ২০,ডিসেম্বর :: হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত পাতিহাল এলাকায় একই দিনে পরপর ছয়টি দোকানে দুঃসাহসিক চুরি।
স্থানীয়রা জানান এদিন সকালে প্রতিদিনের মতন দোকান খুলতে এসে বেশ কয়েকটি দোকানের মালিক দেখতে পান কারোর দোকানের সামনের দরজার তালা ভাঙ্গা ও দোকানের ওপরের চাল কেটে এছাড়াও জানলা ভেঙে পরপর ছয়টি দোকানে চুরি ।
রাতের অন্ধকারে দুই যুবক দোকানের ভেতরে ঢুকে দোকানের ভিতরে থাকা বেশ কিছু সামগ্রী সহ নগদ টাকা চুরি করে পালায়। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশের নজরদারির অভাব নিয়ে উঠছে প্রশ্ন।