গোবিন্দপুর হসপিটাল মাঠ এলাকা থেকে ২০০০পিস ট্যাবলেট সহ ৩ পাচারকারীকে গ্রেফতার করল স্বরূপনগর থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ২০,ডিসেম্বর :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগর এর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর হসপিটাল মাঠ এলাকা থেকে ২০০০পিস ট্যাবলেট সহ ৩ পাচারকারীকে গ্রেফতার করল স্বরূপনগর থানার পুলিশ।

ধৃতরা হলেন শাহিনুর গাজী বাড়ি স্বরূপনগরের বড় বাকড়া। আবুল কালাম মোল্লা বাড়ি স্বরুপনগর এর দত্তপাড়া । নুরুজ্জামান মোল্লা বাড়ি স্বরূপনগরের দত্তপাড়া।

এই তিনজন পাচারকারী বাংলাদেশে ইয়াবা ট্যাবলেট পাচার করার জন্য মোটরবাইকে করে নিয়ে যাচ্ছিল সেই সময় পুলিশের কাছে গোপন সূত্রের খবর আসে | স্বরূপনগর থানার পুলিশ আধিকারি অরিন্দম হালদারের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে হাতেনাতে পাকড়াও করে ওই তিন পাচারকারী কে বাইকে বাধা ছিল দু হাজার পিস ইয়াবার ট্যাবলেট যার বাজার মূল্য প্রায় ৮ লক্ষাধিক টাকা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − four =