নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুম্বাই :: শুক্রবার ২০,ডিসেম্বর :: মাঝ সমুদ্রেই উল্টে গেল যাত্রী বোঝাই নৌকা। ৩০-৩৫ জন যাত্রী ছিলেন নৌকায়, সকলেই ডুবলেন জলে। আতঙ্ক চরমে। মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছেই ঘটেছে এই দুর্ঘটনা।
সঙ্গে সঙ্গেই এগিয়ে এসেছে অন্য সমস্ত জাহাজগুলি। উদ্ধারকাজ চলছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন এখনও পর্যন্ত ১০১ জনকে উদ্ধার করা হয়েছে এবং মোট ১৩ জন মারা গিয়েছেন এই দুর্ঘটনায়।