বীরভূমের চন্দ্রপুর থানার ওসি অভিষেক ঘোষের মানবিক মুখ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: শুক্রবার ২০,ডিসেম্বর :: গত ১৭ ডিসেম্বর দুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাড়িসহ বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যাই বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়া ধান্যখুনা পাড়ার বাসিন্দা শেফালী ঘোষের। শেফালী ঘোষ একজন দরিদ্র পরিবারের বিধবা বয়স্ক মহিলা। তার একমাত্র ছেলে প্রতিবন্ধী।

স্বভাবতই এই আগুন তাকে ও তার পরিবারকে আর্থিক সংকটের মুখে দাঁড় করিয়ে দেয়। শেফালী ঘোষের পরিবারের কথা এবং আর্থিক সংকটের কথা মাথায় রেখে তার বাড়িতে আসেন বীরভূমের চন্দ্রপুর থানার ওসি অভিষেক ঘোষ।

অভিষেক ঘোষ তার বাড়িতে এসে সহযোগিতার হাত বাড়িয়ে শেফালী ঘোষের হাতে তুলে দিলেন চাল,ডাল,শাড়ি.. ব্ল্যাঙ্কেট,সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং শেফালী ঘোষ কে আশ্বস্ত করলেন ভবিষ্যতেও তার পাশে থাকার।

স্বভাবতই চন্দ্রপুর থানার ওসি অভিষেক ঘোষের এই মানবিক মুখ দেখে খুশি শেফালী ঘোষসহ পাড়া-প্রতিবেশীরা। পুলিশ একদিকে যেমন আইনের রক্ষক অন্যদিকে তেমনি অসহায় নিপীড়িত মানুষের বন্ধু। সেই দৃষ্টান্তই আজ স্থাপন করলেন এবং জনসংযোগের বার্তা দিলেন চন্দ্রপুর থানার ওসি অভিষেক ঘোষ।

অভিষেক ঘোষ গত ৩ ডিসেম্বর চন্দ্রপুর থানার নতুন ওসির দায়িত্বভার গ্রহন করেন। এলাকার মানুষ গর্বিত এইরকম একজন মানবিক ওসিকে তাদের থানা এলাকায় পেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − seven =