সুন্দরবনে ঘুরতে এসে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ এক পর্যটক

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: শনিবার ২১,ডিসেম্বর :: সুন্দরবনে ঘুরতে এসে ঘটলো বিপত্তি নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গেল এক পর্যটক। রাতভোর নিখোঁজ পর্যটকের খোঁজে চলল তল্লাশি।বেড়াতে গিয়ে নৌকো থেকে মাতলা নদীর জলে পড়ে গেল এক পর্যটক৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কুলতুলি থানার অন্তর্গত কৈখালি এলাকায়৷

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ ওই পর্যটকের নাম প্রীতম পানুয়া, তিনি মন্দিরবাজার এলাকার বাসিন্দা৷ বৃহস্পতিবার মোট ১১ জন বন্ধু মিলে এদিন সকালে বেড়াতে এসেছিলেন প্রীতম৷ সকালে কৈখালি থেকে সুন্দরবনের নানা জায়গায় ঘুরতে গিয়েছিলেন তাঁরা ৷

পরিকল্পনা ছিল শুক্রবারও নানা জায়গা ঘুরে দেখার৷ বৃহস্পতিবার ঘুরে এসে শুক্রবারের পরিকল্পনা করতে প্রীতম কৈখালি ঘাটে একটি লঞ্চে যান কথা বলার জন্য৷

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুলতলি থানার ওসি ফারুক রহমান৷ ইতিমধ্যেই প্রীতমকে খোঁজার কাজ শুরু হয়ে গিয়েছে৷ ওই নিখোঁজ পর্যটক নেশাগ্রস্ত ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে শঙ্কর কুমার সর্দার মা মঙ্গলময়ী নৌকার কর্মী তিনি বলেন, গতকাল মন্দিরবাজার এলাকা থেকে ১১ জন পর্যটক সুন্দরবনে ঘুরতে আসে

আমরা ঝড়খালি এলাকা ঘোরানোর পর যখন কৈখালী ঘাটে আসি তখন প্রীতম আমাদের লঞ্চ দেখার জন্য কথা বলে আর সেই সময় হঠাৎ করে প্রিতমের দাদা বলে যে আমার ভাই জলে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আমি প্রীতমকে উদ্ধারের জন্য নদীতে ঝাঁপ দিয়ে খোঁজার চেষ্টা করি এরপর বহু চেষ্টা করেও কোনো রকম সন্ধান পায়নি প্রীতমের। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন আসে এবং বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 14 =