দুবরাজপুরে ডাকাতির ছক বানচাল করল দুবরাজপুর থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: সোমবার ২৩,ডিসেম্বর :: দুবরাজপুরে ডাকাতির ছক বানচাল করল দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে দুবরাজপুরের পন্ডিতপুর মোড়ের কাছে দুবরাজপুর-বক্রেশ্বর রাস্তায় অসৎ উদ্দেশ্যে ঘোরাঘুরি করতে থাকে কয়েকজন যুবক।

পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে বেরিয়ে আসে ভোজালি, দড়ি, বেশ কয়েকটি মোবাইল ও এটিএম কার্ড। এরপর তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম সুধাময় গোপ ও মাধব সিং, দুজনের বাড়ি দুবরাজপুর থানার মেটেলা গ্রামে।

দুজনকে আজ দুবরাজপুর আদালতে তোলা হলে পুলিসের পক্ষ থেকে ৭ দিনের পুলিশী হেফাজত চাওয়া হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারী আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − four =