সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২৩,ডিসেম্বর :: প্রত্যেক বছর শিলিগুড়িতে শীতের সময় ওয়ার্ড উৎসব হয়ে থাকে বিভিন্ন ওয়ার্ডগুলিতে। শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডগুলিতে ওয়ার্ড উৎসব হয়। উৎসবমুখর হয়ে ওঠে গোটা শহর। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে খেলাধুলা আয়োজন করা হয়ে থাকে বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড উৎসবে।
এবছরও বেশ কিছু ওয়ার্ড এর ওয়ার্ড উৎসবের সূচনা হয়েছে। এদিন শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে দুটি ওয়ার্ডে ওয়ার্ড উৎসবের সূচনা হলো।শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে ২৫ নং ওয়ার্ডের ওয়ার্ড উৎসব “নব উদ্যম”-এর শুভ সূচনা হয়, পাশাপাশি ৪৩ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড উৎসব আলিঙ্গনের সূচনা হয়।
বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হয় সংশ্লিষ্ট দুটি ওয়ার্ডের ওয়ার্ড উৎসবের। দুটি ওয়ার্ডের ওয়ার্ড উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ।