নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: মঙ্গলবার ২৪,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার সাতগেছিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো। ঘোষিত কর্মসূচি অনুযায়ী মেমারি দু ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাতগেছিয়া ক্যানেল পাড় দলীয় কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়।
মেমারি মালডাঙ্গা রোড ও বর্ধমান কালনা রোড পরিক্রমা করে সাতগেছিয়া চৌমাথায় সমাপ্তি হয়। পরবর্তী পর্যায়ে সাজগেছিয়া বাজারে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মূলত বিষয় হল ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা সংবিধান রচয়িতা ভীমরাও আম্বেদকারকে অপমানের প্রতিবাদে এই মিছিল বলে জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।