নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: মঙ্গলবার ২৪,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার,কালনার কদমতলা এলাকায় এক যৌন কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো। মৃত্যু স্বাভাবিক নয় কালনা হসপিটালে এসে সোমবার দাবি মৃত ওই তরুণীর বাবার। যদিও মেয়ে কি কাজ করতো সেই বিষয়ে সঠিকভাবে কিছুই জানতেন না মৃত ওই তরুনীর বাবা।
প্রায় আট মাস ধরে কালনার কদমতলা নিষিদ্ধপল্লী এলাকায় তিনি ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। আজ ভোরে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ঘর থেকে স্থানীয়রা। জানা গিয়েছে মৃত ওই তরুণীর নাম আরিনা খাতুন তার বাড়ি বারুইপুরের ধোপাগাছি এলাকায়।
একটি ছেলের সাথে ভালবাসা করে বিয়েও করেছিল সে। কালনা মহকুমা হসপিটাল এ মৃতদেহ ময়না তদন্তের জন্য কালনা থানা পুলিশ পাঠালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়নি কালনা হসপিটালে । মঙ্গলবার বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে হবে ময়না তদন্ত।