নিজের বাবা ও পিসতুতো দাদা মেরে লুকিয়ে রাখার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত ডাওয়াগুড়ি বৈশ্যপাড়া এলাকায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::কোচবিহার :: মঙ্গলবার ২৪,ডিসেম্বর :: নিজের বাবা ও পিস্তাতো দাদা মেরে লুকিয়ে রাখার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত ডাওয়াগুড়ি বৈশ্যপাড়া এলাকায় । বাবাকে মেরে কম্বল দিয়ে শোকেসের ভিতরে ঢুকিয়ে রেখেছিল এবং পিস্তাতো দাদাকে মেরে সেফটিক ট্যাংকের মধ্যে ফেলে রাখে ।

ঘটনার খবর পেয়ে ছুটে এসেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ সহ জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য ও অন্যান্য পুলিশ আধিকারিকরা । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাবার নাম বাবলু বৈশ্য (৬৫) , পিস্তাতো দাদা গোপাল রায় । অভিযুক্ত কোন বৈশ্য বর্তমানে পালতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে বাবা বাবলু বৈশ্য ও ছেলে কোন বৈশ্য দুজনই থাকতেন। তার পিসতাত দাদা বাড়িতে কাজ করতো। এদিন সকালে মাছ বিক্রেতা বাড়িতে এসে রক্ত দেখতে পারে এরপরেই খবর দেয় স্থানীয়দের । স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে বাড়িতে এসে ঘরের দরজা খুলে দেখে শোকেসের ভিতর কম্বল দিয়ে মোরা অবস্থায় একটি দেহ পড়ে রয়েছে ।

এরপরে পুলিশ সেখানে জানতে পারে যে গত প্রায় এক মাস থেকে নিখোঁজ রয়েছে তার পিসতাতো দাদা গোপাল । এরপরে পুলিশ আশপাশ এলাকায় খুঁজতে গিয়ে দেখে সেফটিক ট্যাংকের ভিতরে আরেকটি দেহ রয়েছে । দেহটি পিসতাতো দাদা গোপাল রায়ের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − nine =