সুইসগেটের একাংশ ভেঙে গৌরেশ্বর নদীগর্ভে আতঙ্কে সুন্দরবনবাসী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বসিরহাট :: মঙ্গলবার ২৪,ডিসেম্বর :: হিঙ্গলগঞ্জ ব্লকের তিন নম্বর আম্বেরিয়ার গৌড়েশ্বর নদীর উপর এক সাইডের অংশো ভেঙে পড়লো সুইস গেট। তার প্রতিবাদে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ, প্রায় পাঁচ বছর ধরে ব্লক প্রশাসনেও সেচ দপ্তর থেকে কোন সুরাহা মেলেনি।

এই সুইস গেটের পুনরায় নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখায় আজকের তিন নম্বর আম্বেরিয়ার সুইচগেটের সামনে এলাকার মানুষ। এই সুইস গেট যদি নির্মাণ না হয় তারা আরও বৃহত্তর আন্দোলন করবে এমনই কথা বললেন এলাকার সাধারণ মানুষ।

এ বিষয়ে আমরা কথা বললে স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস বলেন ইরিগেশন ব্লক প্রশাসনে জানানো হয়েছে দ্রুত এই সমস্যার সমাধান হবে। এমনই আশ্বাস দিলেন তিনি।

গ্রামবাসীদের দাবি যদি নদীর জলস্তর বেড়ে যায়, তাহলে প্লাবিত হতে পারে একাধিক গ্রাম পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে চাষের জমি থেকে মাছ চাষ তারা চাইছেন দ্রুত সুইসগেট মেরামতি করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 17 =