বেহাল কাঠের সেতু ,জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত বাসিন্দাদের

সুদেষ্ণা  মন্ডল  :: সংবাদ প্রবাহ :: সাগর :: বুধবার ২৫,ডিসেম্বর :: গ্রামবাসীদের সমস্যার সমাধান আদৌ হয়না । গ্রামবাসীরা যে সমস্যা নিয়ে তিমিরে পড়েছিল সেই তিমির এই পড়ে থাকে। এলাকাবাসীদের সেই দুর্ভোগ পোহাতে হয় বছরের পর বছর ধরে। তেমনি ছবি ফুটে উঠল দক্ষিণ ২৪ পরগনার সাগর এলাকায়।

বেশ কয়েক বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে একটি কাঠের সেতু। সেই সেতু দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের নিত্য প্রয়োজনীয় কাজ করতে যান গ্রামবাসীরা। কাঠের এই ভাঙা সেতুর কারণে প্রায় সময় দুর্ঘটনাও ঘটে। দীর্ঘদিনের এই সমস্যার কথা ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনকে জানিয়ে কোন রকম সূরাও হয়নি এমনটাই দাবি করছে এলাকাবাসীরা।

গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকায় সূর্যবিন্দা খালের উপর দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই কাঠের সেতু। প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় কাজে এই সেতুই ভরসা এলাকাবাসীদের। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় এই সেতু পড়ে থাকার কারণে অসুবিধার মধ্যে পড়েছে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীর পরিবারের লোকজন।

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই সেতু সংস্কারের দাবি নিয়ে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। এ বিষয়ে মথুরাপুর বিজেপির সাংগঠনিক জেলার হ্যান্ডলুম এবং ওয়েভার সেলের কনভেনার অরুণাভ দাস বলেন,

গঙ্গাসাগরের সূর্য বিন্দা খালের ওপর কাঠের সেতু দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। যে কোন মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের যোগাযোগ স্থাপন করে এই সেতু ।

শিশু শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে সেতুর ওপারে। কার্যত জীবনের ঝুঁকি নিয়ে এলাকাবাসীদের প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু বেহাল অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এই সেতু । সাগর ব্লকের বিধায়ক রাজ্যের মন্ত্রী । রাজ্যের মন্ত্রীরও ঘুম ভাঙছে না।

যদিও এই বিষয় গঙ্গাসাগর-বকখালি ডেভলপমেন্ট অথরিটি ভাইস চেয়ারম্যান এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র এই সমস্যার কথা স্বীকার করে জানান, সত্যি এই সেতুর বেহাল অবস্থা ।

আমরা ইতিমধ্যেই সেতু সংস্কার এবং কংক্রিটের সেতু নির্মাণের জন্য একটি প্রপোজাল পাঠিয়েছি। এলাকাবাসীরা সত্যিই সমস্যার মধ্যে রয়েছে। যাতে খুব দ্রুততার সাথে কংক্রিটের ঢালাই রাস্তায় এবং সেতু ওই এলাকায় নির্মাণ করা যায় আমরা তার বিশেষ ব্যবস্থা নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − seven =