নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার ২৫,ডিসেম্বর :: রাজ্যের বিভিন্ন প্রান্তে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ ওঠে। তবে এই স্কুলে শুধু অষ্টম শ্রেণি পর্যন্তই নয়, বাগানে চাষ করা সবজি রান্না করে মিড ডে মিলের খাবার খাওয়ানো হয় দ্বাদশ শ্রেণী পর্যন্ত। রাজ্যের একেবারে ব্যতিক্রমী চিত্র দুর্গাপুর ফরিদপুরের অজ পাড়া গ্রামের উচ্চ বিদ্যালয়ে।
দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠে প্রতিদিন সকাল দশটায় স্কুলে পৌঁছে যায় শিক্ষক শিক্ষিকাদের সাথে পড়ুয়ারা। তারপর তারা একসাথে স্কুলের বাগানে সবজির পরিচর্যা করেন। তারপর সেই সবজি তুলে নিয়ে যাওয়া হয় মিড ডে মিলে। এই মৌসুমেও চাষ করা হয়েছে আলু, পেঁয়াজ, টমেটো,ফুলকপি বাঁধাকপি, পালং শাক, পেঁয়াজ সহ কুড়ি রকমের সবজি।
স্কুলে রয়েছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় বারোশো পড়ুয়া। কিন্তু সরকারি নিয়মে রয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিলের খাবার খাওয়ানোর নিয়ম। এখানে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের খাওয়ানো হয় প্রতিদিন পেট ভরে মিড ডে মিলের খাবার।