ধান্যকুড়িয়া হেরিটেজ প্রাচীন ঐতিহ্য দেখতে পর্যটকদের ঢল – উৎসবে প্রাচীন সংস্কৃতি তুলে ধরা হচ্ছে

রাজা ভঞ্জ চৌধুরী  :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বৃহস্পতিবার ২৬,ডিসেম্বর :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ২ নম্বর ব্লকের ধান্যকুড়িয়া গ্রাম আজও ৩০০ বছরের প্রাচীন ঐতিহ্য ভাস্কর্য নিদর্শন আজও স্মৃতি বহন করে চলেছে। আর তার জন্য এবার শুরু হল সরকারিভাবে ধান্যকুড়িয়া উৎসব সেখানে গাইন বাড়ি, সাউ ,বল্লভ, ধান্যকুড়িয়া গার্লস হাই স্কুল প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে।

ইতিমধ্যে গাইন গার্ডেন কে হেরিটেজ ঘোষণা করা হয়েছে যে বাড়িতে লালুই বেঙ্গল মেমসাহেব ঋতুপর্ণ ঘোষের শেষ ছবি চোখের আলো সহ একাধিক সিনেমার শুটিং হয়েছে। এই বাড়িতে জমিদার বাড়ির দেয়ালের আনাচে কানাচে তাকালে প্রাচীন ঐতিহ্য নিদর্শন পাওয়া যায় ।

শহরে এবার ধান্যকুড়িয়া উৎসব তিন বছরের পা দিল। প্রধান পৃষ্ঠকতা উত্তর ২৪ পরগনা জেলার বন ও বনভূমি কর্মদক্ষ এটিএম আব্দুল্লাহ রনি ,বসিরহাট ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মন্ডল ,বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিত্ব  আজ বর্ণাঢ্য শোভাযাত্রার প্রদীপ জ্বলনের মধ্যে এই উৎসবে সূচনা করেন। চলবে ৩১ এর ডিসেম্বর পর্যন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − three =