গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল ডব্লু বিসিএস অফিসার ও তাঁর মায়ের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ২৬,ডিসেম্বর :: গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল ডব্লু বিসিএস অফিসার ও তাঁর মায়ের বিরুদ্ধে। যাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ল দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজায়।

গৃহবধূ সুতপা মুখোপাধ্যায়ের জানান, তাঁর শাশুড়ি গীতা মুখোপাধ্যায় প্রচন্ড অপমান করে তাকে বাড়ির বাইরে বের করে দেয়। রাজ্য পুলিশের প্রাক্তন প্রয়াত অফিসার শেষাদ্রী মুখোপাধ্যয়ের পুত্র নীলাদ্রী মুখোপাধ্যায় বর্তমানে মুর্শিদাবাদে জেলার অতিরিক্ত খাদ্য সরবরাহকারী হিসেবে কর্মরত।

সুতপা দেবীর অভিযোগ, কর্মস্থল থেকে আমার স্বামী বাড়ি ফিরে আসার পর তিনিও আমাকে বাড়িতে ঢুকতে দেননি। ফলে সারা রাত বাড়ির বাইরেই অসহায় হয়ে কাটাতে হয়। রাতেই আমার বাপের বাড়ির লোকজন বেঙ্গল অম্বুজায় পৌঁছান। দুর্গাপুর থানার দ্বারস্থ হয়।

স্বামী ও শাশুড়ির মোবাইলে বারবার ফোন করলেও তাঁরা ফোন ধরেননি। পুলিশের ফোন ধরলেও তাঁরা অন্য কাজে ব্যস্ত আছেন বলে প্রসঙ্গটি এড়িয়ে যান। তারপরেই আমরা দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করি। বাড়ির মধ্যেই তাঁর গুরুত্বপূর্ণ নথিপত্র থেকে গয়নাগাঁটি, শাড়ি জামাকাপড় সহ যাবতীয় সব কিছু রয়ে গেছে। বাড়িতে ঢুকতে না দিলে এই অবস্থায় কী করবো কোথায় যাবো কিছুই ভেবে পাচ্ছি না।

মুর্শিদাবাদে জেলার অতিরিক্ত খাদ্য সরবরাহকারী পদে থাকা ডব্লু বিসিএস অফিসার নীলাদ্রী মুখোপাধ্যায়ের সঙ্গে বারবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =