মহেশতলায় কলের চাবি খারাপ থাকায় তিন মাস ধরে পানীয় জলের অপচয়,জল কষ্টে এলাকার মানুষ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মহেশতলা :: শনিবার ২৮,ডিসেম্বর :: জল অপচয় রুখতে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপের পরেও হচ্ছে পানীয় জলের অপচয় । মহেশতলা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের চকমীর বজবজ ট্রাঙ্ক রোডের ধারে স্থানীয়দের সুবিধার জন্য লাগানো হয় পানীয় জলের কল সেই কলের চাবি নষ্ট হয়ে যাওয়ায় ৩ মাস ধরে পানীয় জলের হচ্ছে অপচয় নেই কোন প্রশাসনিক নজরদারি।

তিন মাস ধরে কষ্টে এলাকাবাসী।বাধ্য হয়ে সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় । তাদের দাবি অতি সত্তর জল না পেলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে।ঘটনাস্থলে পুলিশ, তাদেরকে বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 19 =